বৃষ্টিতে ভেস্তে যেতে পারে বাংলাদেশ-আফগানিস্তানের প্রথম টি-টোয়েন্টি। ছবি: সংগৃহীত
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার (১৪ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় আফগানিস্তানের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দলের। তবে জমজামাট এই লড়াইয়ের আগে চোখ রাঙাচ্ছে সিলেটের মেঘের গর্জন।
বাংলাদেশ-আফগানিস্তানের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি। শুক্রবার সকাল থেকেই সিলেটে থেমে থেমে চলছে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, ম্যাচের সময়ও থাকতে পারে বৃষ্টি। সম্ভাবনা আছে বৃষ্টিতে খেলা ভেসে যাওয়ারও।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ী মেঘলা থাকবে। অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা আছে।
তবে আবহাওয়া যেমন-ই হোক, নিজেদের প্রস্তুতিতে কমতি রাখছে না কোনো দলই। বৃষ্টির পূর্বাভাস মাথায় রেখে একাদশ সাজানোর ইঙ্গিত দিয়ে রেখেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বৃহস্পতিবার (১৩ জুলাই) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আমাদের বার্তা থাকবে, কোচ ও আমার তরফ থেকে সবাইকে প্রস্তুত থাকার জন্য। যেহেতু এমন একটা অবস্থা বৃষ্টি আসতে পারে। টসের আগ মুহূর্ত পর্যন্ত কত ওভারের ম্যাচ হচ্ছে তা দেখেই তারপর একাদশ ঠিক করতে পারব।’
এর আগে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজটা তেমন ভালো কাটেনি বাংলাদেশের। প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ থেকে ছিটকে যায় টাইগাররা। শেষ ম্যাচে অবশ্য ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে লিটন দাসের দল।