পুলিশি বাধায় পণ্ড বিএনপির বিক্ষোভ মিছিল।
ঝিনাইদহে যুবদল নেতা লিটন হোসেনকে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা দেয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৪ জুলাই) সকালে জেলা যুবদলের পক্ষ থেকে এইচএসএস সড়কে বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সদর থানা গেটের সামনে পৌছলে পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে দলটির নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য দেন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টুসহ অন্যরা।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ বলেন, আমাদের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা দেয়ার বিষয়টি প্রমাণ করে তারা (পুলিশ) আসামিদের পক্ষে কাজ করছে।
আগামী তিন দিনের মধ্যে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে তিনি বলেন, এ সময়ের মধ্যে গ্রেফতার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
বিএনপির অভিযোগে বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ সোহেল রানা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদেরকে (বিএনপি) শহরে ভেতরে মিছিল করতে দেয়া হয়নি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার সময় সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়ন পরিষদের সামনে জেলা যুবদল নেতা লিটন হোসেনকে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। বর্তমানে সে রাজধানী পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। জিজ্ঞাসাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ।