জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ফাইল ছবি
সুষ্ঠু নির্বাচনের জন্য সংলাপ চায় জাতীয় পার্টি। এজন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে বলে ইইউ প্রতিনিধি দলকে জানানো হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু।
শনিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০ টায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের প্রতিনিধিদল গুলশানের একটি বাসায় আসে। সেখানে জাতীয় পার্টির নেতাদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়।
নির্বাচন প্রাক পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু গণমাধ্যমকর্মীদের জানান, নির্বাচনকালীন সরকার নিয়ে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় বলে জানান।
আর সুষ্ঠু নির্বাচনের জন্য দলগুলোর মধ্যে সংলাপ চায় জাতীয় পার্টি। সরকারকেই তার উদ্যোগ নিতে হবে বলেও প্রতিনিধি দলকে জানিয়েছেন তারা।
বৈঠকে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, আন্তর্জাতিক সম্পর্ক বিষয় উপদেষ্টা মাসরুর মাওলা দলের প্রতিনিধিত্ব করেন৷