কর্মীদের এআই বিষয়ক প্রশিক্ষণও দেবে উইপ্রো। ছবি: বিজনেস টুডে
ভারতীয় প্রযুক্তি জায়ান্ট উইপ্রো আগামী তিন বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। একই সঙ্গে তাদের কর্মীদের এআই নিয়ে প্রশিক্ষণও দেবে।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের অন্যতম শীর্ষ সফটওয়্যার পরিষেবা দানকারী প্রতিষ্ঠানে উইপ্রো চায় তাদের সব কর্মীই জানুক কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে হয়।
এ বিষয়ে গত বুধবার (১২ জুলাই) প্রতিষ্ঠানটি জানিয়েছে যে, তারা কৃত্রিম বৃদ্ধিমত্তায় নিজেদের সক্ষমতা উন্নয়নে আগামী ৩ বছরে ১ বিলিয়ন ডলার ব্যয় করবে। পাশাপাশি ৬৬টি দেশে কর্মরত তাদের ২ লাখ ৫০ হাজার কর্মীকে এই দ্রুত বর্ধনশীল প্রযুক্তি নিয়ে প্রশিক্ষণও দেয়া হবে।
উইপ্রো (ডব্লিউআইটি) জানিয়েছে, এআইয়ের মৌলিক বিষয় এবং এটি দায়িত্বের সঙ্গে ব্যবহারের ওপরে তারা আগামী ১২ মাস কর্মশালা পরিচালনা করার পরিকল্পনা করেছে। এছাড়া ধারাবাহিকভাবে ও সময়ের সঙ্গে তাল মিলিয়ে এআইভিত্তিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের সংস্থাটি প্রশিক্ষণও দিয়ে যাবে।
ভারতের বৃহত্তম আউটসোসিং প্রতিষ্ঠানগুলো মধ্যে একটি হচ্ছে উইপ্রো। প্রতিষ্ঠানটির সিইও থিয়েরি ডেলাপোর্ট এক বিবৃতিতে বলেন, ‘জেনারেটিভ এআই-এর উত্থানের সঙ্গে সঙ্গে আমরা সব ধরনের শিল্পে একটি মৌলিক পরিবর্তন আশা করছি।’
কোম্পানিটি আরও জানিয়েছে, অভ্যন্তরীণভাবে ব্যবহৃত এবং গ্রাহকদের সেবা দেয়ার প্রতিটি প্ল্যাটফর্ম ও সরঞ্জামাদিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একীভূত করতে একটি সফটওয়্যার ব্যবস্থা চালু করতে যাচ্ছে। এক দশক আগে শুরু করা তাদের বিভিন্ন প্রকল্পকে মূলধনে পরিণত করতে তারা এমন উদ্যোগ নিয়েছে।