ছবি : সংগৃহীত
মামলায় হাজিরা দিতে রাজশাহী বিএনপির আহ্বায়ক মো. আবু সাঈদ চাঁদকে মাগুরা জেলা কারাগারে আনা হয়েছে।
শনিবার (১৫ জুলাই) মাগুরা জেলা কারাগারের জেলার নূর মোহাম্মদ মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে ফরিদপুর জেলা কারাগার থেকে তাকে মাগুরা জেলা কারাগারে আনা হয়।
মাগুরা বিএনপির যুবদলের সভাপতি অ্যাভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল জানান, শনিবার দুপুরে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মো. আবু সাইদ চাঁদকে মাগুরা জেলা কারাগারে নিয়ে এসেছে। মাগুরা জেলা যুবদল, ছাত্রদল বিএনপির অঙ্গসংগঠনের নেতারা এসেছেন। কিন্তু জেল পুলিশ সাক্ষাতের সুযোগ দেয়নি।
জেলা কারাগারের জেলার নূর মোহাম্মদ মৃধা জানান, মাগুরা জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমানের দায়ের করা মামলায় চাঁদকে মাগুরা জেলা কারাগারে আনা হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীতে বিএনপির এক কর্মসূচিতে শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দেন চাঁদ। তিনি বলেন, ২৭ দফা, ১০ দফা নয়, দফা একটাই শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করণীয়, আমার করব ইনশাআল্লাহ। তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। চাঁদের এমন বক্তব্যে আওয়ামী লীগ নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরপর রাজশাহী ও ঢাকাসহ বিভিন্ন থাকায় চাঁদের বিরুদ্ধে মামলা হয়। পরে গত ২৫ মে রাজশাহী পুলিশ চাঁদকে গ্রেপ্তার করে।