ওমানকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ছবি: এসিসির ফেসবুক পেজ
সুপার ফোরের লড়াইয়ে টিকে থাকতে হলে জিততেই হবে, এমন সমীকরণ মাথায় নিয়ে নেমে শনিবার (১৫ জুলাই) দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। তানজিম হাসান সাকিবের দুর্দান্ত বোলিংয়ের পর তানজিদ হাসান তামিমের ঝোড়ো ব্যাটিংয়ে ওমানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
ইমার্জিং এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমান ‘এ’ দলকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে ওমানের দেয়া ১২৭ রানের লক্ষ্য ২০১ বল বাকি রেখে টপকে যায় বাংলাদেশ।
টস জিতে বোলিংয়ে নেমে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে বাংলাদেশ। বাংলাদেশের দুই পেসার তানজিম হাসান সাকিব এবং রিপন মণ্ডল কোনোভাবেই রানের গতি বাড়াতে দেননি ওমানের ব্যাটারদের। চাপের কারণে ধীরে ধীরে উইকেট হারাতে বাধ্য হয় ওমান, শুরুটা আব্দুল রউফকে দিয়ে।
আকিব ইলিয়াসকে ফেরান তানজিম হাসান সাকিব। তৃতীয় উইকেটে আয়ান খান এবং কাশ্যপ প্রজাপতি ৪৫ রানের জুটি গড়লেও রান এগিয়েছে বেশ ধীরগতিতে। মাত্র ৩ বলের ব্যবধানে ফিরেছেন এই দুই ব্যাটার। ষষ্ঠ উইকেটে শোয়েব খান এবং শুব পাল মিলে গড়েন আরও একটি ৪৫ রানের জুটি।
শোয়েব ২৩ রান করে ফিরলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ওমানের ব্যাটিং লাইন। সর্বোচ্চ ২৬ রান এসেছে আয়ানের ব্যাট থেকে, শুব করেছেন ২৫ রান। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নিয়েছেন সাকিব।
ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেছেন দুই ওপেনার নাইম শেখ এবং তামিম। তামিম ৪৯ বলে ৬৮ রান করে ফেরার পর দুই বল খেলে সাজঘরে ফেরেন অধিনায়ক সাইখ হাসান। তবে দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করে ফেরেন নাইম। ৪২ বলে ৪৭ রান করে অপরাজিত ছিলেন নাইম।