একই ওভারে ইব্রাহিম ও নাজিবুল্লাহকে ফিরিয়ে সাকিবের উল্লাস। ছবি: ক্রিকইনফো
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়ে ব্যাটে-বলে অবদান রেখে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
রোববার (১৬ জুলাই) আফগানদের দেয়া ১১৯ রান তাড়ায় নেমে ৪ উইকেট হারিয়ে ৫ বল হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ। ১ ছক্কা ও ১ চারে ১১ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন সাকিব। এর আগে আফগানদের অল্প রানে বেঁধে রাখতে বল হাতেও অবদান রাখেন টাইগার অলরাউন্ডার। ৩ ওভারে মাত্র ১৫ রান খরচে তিনি তুলে নেন ইব্রাহিম জাদরান ও নাজিবুল্লাহ জাদরানের উইকেট। এমন পারফরম্যান্সে তিনি জিতে নিয়েছেন ম্যাচসেরার পুরস্কার।
সিরিজের প্রথম ম্যাচেও বল হাতে দুর্দান্ত ছিলেন সাকিব। ২৭ রান খরচায় দলের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছিলেন তিনি। এছাড়া ব্যাট হাতেও ৩ চারের মারে ১৭ বলে করেছিলেন ১৯ রান। ম্যাচটি ২ উইকেটে জিতে নিয়েছিল বাংলাদেশ।
দুই ম্যাচ জয়ে ব্যাট হাতে সব মিলিয়ে ৩৭ রান ও বল হাতে ৪ উইকেট নিয়ে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন সাকিব। ম্যাচ সেরা ও সিরিজ সেরা নির্বাচিত হওয়ায় তার হাতে উঠেছে ৩ হাজার ইউএস ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৩ লাখ টাকার বেশি।
এদিকে এটিই টি-টোয়েন্টিতে আফগানদের বিপক্ষে টাইগারদের প্রথম সিরিজ জয়। ২০১৮ সালে প্রথম দ্বিপক্ষীয় সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেছিল লাল সবুজের প্রতিনিধিরা। এরপর ২০১৯ ও ২০২২ সালে আরও দুটি সিরিজ খেলে বাংলাদেশ-আফগানিস্তান। কিন্তু উভয় সিরিজই শেষ হয় সমতায়। অবশেষে ২০২৩ সালে এসে রশিদদের বিপক্ষে সিরিজ জিতল সাকিব বাহিনী।