মোবাইল ফোনসহ আটক ১০ চোর। ছবি:সংগৃহীত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আন্তঃজেলা মোবাইল ফোন চোরচক্রের ১০ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ জুলাই) দুপুরে আলমডাঙ্গা থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানায় পুলিশ।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন, বেশ কয়েক মাস ধরে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে চোরাই মোবাইল ফোন বেচাকেনা হচ্ছে নিয়মিত। চক্রটি দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোন সংগ্রহ করতো। শনিবার রাতে আলমডাঙ্গা থানা পুলিশ জানতে পারে আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা গ্রামের মৃত স্বাধীন খন্দকারের ছেলে আশিকুজ্জামান রুপক আন্তঃজেলা মোবাইল ফোন চক্রের প্রধান হোতা। পুলিশ রাতেই অভিযান চালিয়ে আশিকুজ্জামান রুপককে মোবাইল ফোনসহ আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে চোরাই ফোন কেনাবেচার বিষয়টি জানায় ও জড়িতদের তথ্য দেয়।
পুলিশ শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত আলমডাঙ্গা উপজেলা ও কুষ্টিয়ার বিভিন্ন স্থান থেকে আর ৯ জনকে আটক করে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।
আটক ব্যক্তিরা হলেন- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা গ্রামের মৃত স্বাধীন খন্দকারের ছেলে আশিকুজ্জামান রুপক(২৭), কলেজপাড়ার শ্যামল কুমার সাহার ছেলে সুবেন্দ্র কুমার সাহা(২৮), আজিজুর রহমানের ছেলে আজহারুল ইসলাম আকাশ(২৫), সুবেন্দ কুমার সাহার ছেলে শুভ সাহা(৩০), এরশাদপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মঞ্জুরুল ইসলাম(৩৮), মাদ্রাসাপাড়ার নিতাই কুমার বিশ্বাসের ছেলে তাপস কুমার বিশ্বাস(২০), ক্যানালপাড়ার প্রেমানন্দ অধিকারীর ছেলে বিশ্বজিৎ অধিকারী(২২), রথখোলাপাড়ার সোলাইমান হোসেনের ছেলে নাহিদ হাসান(২০), বাবুপাড়ার মহন আলির ছেলে আব্দুল্লাহ(৩০) ও কুষ্টিয়া জেলার ইবি থানার শংকরদিয়া গ্রামের রেজাউল করিমের ছেলে সাহিল রহমান(২৪)।