২০২১ সালের মে মাসে নিউইয়র্কে প্রদর্শিত টেসলার সাইবারট্রাক। ছবি: রয়টার্স
দু-বছর পর অবশেষে বিদ্যুৎ চালিত প্রথম সাইবারট্রাক আনার ঘোষণা দিয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা।
টেসলার বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে অবস্থিত প্রতিষ্ঠানটির গিগাফ্যাক্টরিতে এই সাইবারট্রাক উৎপাদন করা হবে।
শনিবার (১৫ জুলাই) এক টুইটবার্তায় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি সাইবারট্রাক আনার ঘোষণা দেয়। ছবিসহ ওই টুইটবার্তায় টেসলা লিখেছে, ‘গিগা টেক্সাসে উৎপাদিত প্রথম সাইবারট্রাক।’
First Cybertruck built at Giga Texas! 🤠 pic.twitter.com/ODRhHVsd0t— Tesla (@Tesla) July 15, 2023
সেই ছবিতে সাইবারট্রাকের আশপাশ ঘিরে উচ্ছ্বসিত কারখানাকর্মীদের দেখা যাচ্ছে। এর জন্য সাইবারট্রাকটিকে ছবিতে পুরোপুরি দেখা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, এই বিদ্যুৎ চালিত পিকআপটি বিভিন্ন সময়ে প্রদর্শিত সাইবারট্রাকের নমুনার মতোই।
এ বিষয়টি নিয়ে টুইট করে টেসলার টিমকে অভিনন্দন জানিয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।
Congrats Tesla Team! https://t.co/FPUgBqBpdY— Elon Musk (@elonmusk) July 15, 2023
এএফপি জানিয়েছে, গত এপ্রিলে কোম্পানিটি জানিয়েছিল যে তারা এই বছরের শেষ নাগাদ তাদের প্রথম সাইবারট্রাক বাজারে আনবে।
এর আগে ২০১৯ সালে প্রথমবারের মতো এই পিকআপ ট্রাকটির নমুনা প্রকাশ্যে আনেন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। সে সময় এটি বিশ্বজুড়ে প্রযুক্তি দুনিয়ায় ব্যাপক কৌতূহল জুগিয়েছিল। তবে এটির উদ্বোধনী অনুষ্ঠানে বেশ বিব্রতকর পরিস্থিতিতেই পড়তে হয়েছিল মাস্ককে। কেননা, পিকআপটির ‘আনব্রেকেবল’ বা ভাঙা যায় না দাবি করা ‘আর্মর গ্লাস’টিতে সেদিনই ফাটল দেখা দেয়।
এর সত্ত্বেও এ ঘটনার মাত্র দুদিন পর টেসলা জানিয়েছিল যে তারা প্রায় ১ লাখ ৫০ হাজার সাইবারট্রাকের অর্ডার পেয়েছে। কিন্তু সে সময়ে কোম্পানিটি এর উৎপাদন পিছিয়ে দিয়েছিল। এর কারণ হিসেবে গত বছর ইলন মাস্ক জানিয়েছিলেন, সোর্সিং কম্পোনেন্টের ঘাটতির কারণে ২০২৩ সালের আগে সাইবারট্রাকটি বাজারে আসছে না।
এদিকে গত মে মাসে মাস্ক জানান, সাইবারট্রাকটি পুরোপুরি উৎপাদন শুরু হলে বছরে ২ লাখ ৫০ হাজার থেকে ৫ লাখ ট্রাক উৎপাদন করা সম্ভব হবে।