সদরঘাটে ওয়াটার বাসডুবির ঘটনায় চলছে উদ্ধার কাজ। ছবি: সংগৃহীত
ঢাকার কেরানীগঞ্জের তৈলঘাটে বাল্কহেডের ধাক্কায় ওয়াটার বাসডুবিতে তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রোববার (১৬ জুলাই) দিনগত রাত ১২টার দিকে সবশেষ খবর পাওয়া পর্যন্ত তিন জনের মৃত্যু ও পাঁচ জন জীবিত উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল। ধারণা করা হচ্ছে, নৌযানটিতে ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন। এদিন রাত সাড়ে ৮টার দিকে ওয়াটার বাসটি ডুবে যায়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফারুক রাসেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ওয়াটার বাসটি ডুবে যায়। ওয়াটার বাসটি সদরঘাট থেকে কেরানীগঞ্জের তৈলঘাট যাচ্ছিল। ধারণা করা হচ্ছে ওয়াটার বাসটিতে যাত্রী ছিল। ঘটনার পর উদ্ধার কাজে আমাদের তিনটি ইউনিট কাজ করছে।
উদ্ধার তৎপরতায় অংশ নেয়া ফায়ার সার্ভিস কর্মীরা জানান, কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠলেও অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন।