খাদ্য সামগ্রী বিতরণ করছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ.কে. আজাদ। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে ফরিদপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (১৬ জুলাই) দুপুরে ফরিদপুর শহর আওয়ামী লীগের আয়োজনে শহরের ২২নং ওয়ার্ডের কমলাপুর এলাকায় মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ.কে. আজাদ।
ফরিদপুর শহর আওয়ামী লীগের ২২নং ওয়ার্ডের সভাপতি জিনাত হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শওকত আলী জাহিদ, শহর আওয়ামী লীগের যুগ্ম আহায়ক মনিরুজ্জামান মনির, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুসরাত রসুল তানিয়া প্রমুখ।
নিম্ন আয়ের ৪ শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী চাল, ডাল ও তেল বিতরণ করা হয়।