হলিউডে অভিনেতাদের ধর্মঘট। সংগৃহীত ছবি
ন্যায্য পারিশ্রমিকসহ একাধিক দাবিতে ধর্মঘট শুরু করেছে হাজার হাজার হলিউড অভিনেতা। এ ছাড়া চিত্রনাট্যকারদের সঙ্গে ধর্মঘটে যোগ দিয়েছেন হলিউডের অভিনেতাদের ইউনিয়ন।
ব্রায়ান কক্স বলেন, এ ধর্মঘটের ফলে অনেক হিট টিভি শো এবং সিনেমার নির্মাণ বন্ধ করতে হবে। অন্যদিকে অভিনেতারাও তাদের তৈরি করা চলচ্চিত্রের প্রচার বন্ধ করে দেবেন।
তিনি বলেন, ‘স্টুডিওগুলো আমাদের দাবিয়ে রাখার চেষ্টা করছে। কেননা, স্ট্রিমিংয়ের মাধ্যমে তাদের প্রচুর অর্থ উপার্জন করতে হবে। আর এ অর্থ লেখক বা অভিনেতাদের সঙ্গে তাদের ভাগ করে নেয়ার কোনো ইচ্ছে নেই।’
হলিউডের অভিনয়শিল্পীদের সংগঠন দ্য স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি–সেগ) এর আগে নেটফ্লিক্সসহ স্ট্রিমিং জায়ান্টগুলোর সঙ্গে বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় লেখকদের ধর্মঘটে যোগ দেয়ার ঘোষণা দেয়।
এদিকে, ৬৩ বছরের মধ্যে সবচেয়ে বড় রকমের স্থবিরতার মুখে পড়তে যাচ্ছে হলিউড। এই কর্মবিরতির জেরে হলিউডের অধিকাংশ চলচ্চিত্র ও টেলিভিশন প্রোডাকশন হাউসে ধীরে ধীরে সব কাজ বন্ধ হয়ে যাবে। এ ছাড়া হলিউডের অভিনয়শিল্পীদের সংগঠন দ্য স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি–সেগ) এর আগে নেটফ্লিক্সসহ স্ট্রিমিং জায়ান্টগুলোর সঙ্গে বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় লেখকদের ধর্মঘটে যোগ দেয়।
যেসব দাবিতে হলিউডে ধর্মঘট
আনুমানিক ১ লাখ ৬০ হাজার সদস্যের অভিনয়শিল্পীদের সংগঠন দ্য স্ক্রিন অ্যাক্টর গিল্ড (সেগ-আফট্রা) ও লেখকদের সংগঠন রাইটার্স গিল্ড অব আমেরিকা (ডব্লিউজিএ) একাধিক দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে বেতন বৃদ্ধি, অনলাইন স্ট্রিমিং সার্ভিস থেকে অভিনয়শিল্পীদের বেশি পারিশ্রমিক দেয়া ও তাদের কাজ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা প্রতিস্থাপিত হবে না এমন নিশ্চয়তা দেয়া।
ন্যায্য পারিশ্রমিকের দাবিতে গত মে থেকে হলিউডের সাড়ে ১১ হাজার লেখক ধর্মঘট কর্মসূচি পালন করছেন। ১৯৬০ সালের পর হলিউডে এমন ধর্মঘট হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, ধর্মঘট চলতে থাকলে ইন্ডাস্ট্রি স্তব্ধ হয়ে যেতে পারে।