সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও জয় পেয়েছে বাংলাদেশ। এর ফলে প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল টাইগাররা। আফগানদের বিপক্ষে এই সিরিজ জয়ে সামনের সিরিজগুলোতে আরও আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করেন দলের অধিনায়ক সাকিব আল হাসান।
শেষ হল আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। টেস্ট সিরিজ জেতার পর ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি সিরিজে আফগানদের ২-০ তে হোয়াইটওয়াশ করে টাইগাররা। এখন মাঝে প্রায় দেড় মাস সময় আছে এশিয়া কাপ শুরু হতে। তার আগে এই সিরিজ জয় দলের আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘ওয়ানডে দলে যারা খেলে, তাদের অনেকেই এই টি-টোয়েন্টি দলেও আছে। ফলে ওরা এখান থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়েই এশিয়া কাপ ও বিশ্বকাপে যাবে।’
বিপিএলের আগে চলতি বছরে আর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ নেই বাংলাদেশের। তবে এই সিরিজটি দলের মোমেন্টামকে আরও ভালো করেছে বলে মনে করেন সাকিব। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘টি-টোয়েন্টি মোমেন্টাম খুব গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত মোমেন্টাম ভালো আছে। এরপর কবে টি-টোয়েন্টি জানিও না। আশা করি জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে হবে বিপিএল। বিপিএলের পর আমাদের দেশীয় ক্রিকেটারদের পারফরম্যান্স ভালো থাকে। আমি আশা করি যে, বিপিএলটা হবে ওখানে যারা পারফর্ম করে ওদেরকে নিয়ে আমরা সামনের দিকে আগাবো। আমরা ভালো রেজাল্টগুলো করতে থাকবো।’
এদিকে আফগানদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় নিয়ে কোন চিন্তা ছিল না সাকিবের। জয় নিয়ে বেশ আত্মবিশ্বাস ছিলেন বাংলাদেশ অধিনায়ক। সাকিব বলেন, ‘হুটহাট কয়েকটা উইকেট পড়ে গেলেও নার্ভাস হওয়ার মতো কিছু আসলে ছিল না। আমাদের শুরুটা যে রকম হয়েছিল, জানতাম যে আমরা সব সময় ওদের চেয়ে এগিয়ে আছি। মাঠের যে কন্ডিশন ছিল, ওদের স্পিনারদের জন্য কাজটা কঠিন হবে, এটা জানতাম।’