ভূমধ্যসাগরে তিউনিসিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশী বাহী একটি নৌকা। ছবি: এএফপি
অবৈধ অভিবাসী ঠেকাতে অভিবাসনসংক্রান্ত একটি চুক্তি চূড়ান্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও তিউনিসিয়া। রোববার (১৬ জুলাই) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির উদ্দেশ্য মানব পাচারকারীদের বিরুদ্ধে লড়াই করে অবৈধ অভিবাসন মোকাবিলা করা এবং তিউনিসিয়া ও ইইউর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানো।
রোববার তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইদের সঙ্গে তার প্রাসাদে আলোচনায় বসেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন, ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
ইউরোপের উদ্দেশ্যে ভূমধ্যসাগরে অভিবাসী ও শরণার্থীদের একটা বড় অংশ আসে তিউনিসিয়া থেকে। সাম্প্রতিক মাসগুলোতে এই রুটে অভিবাসী ও উদ্বাস্তুদের সংখ্যা উল্লেখযোগ্য বেড়েছে। এই চুক্তির ফলে অবৈধ অভিবাসীর সংখ্যা কমতে পারে বলে ধারণা ইইউর।
তিউনিসিয়ার প্রেসিডেন্ট প্রাসাদে বক্তব্যে ভন ডার লিয়েন এই চুক্তিকে সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য একটি বিনিয়োগ হিসেবে অভিহিত করেন।
এ সময় সাইদ বলেন, ‘অমানবিক অভিবাসন’ ইস্যুতে একটি সম্মিলিত চুক্তি খুব দরকার। অমানবিক অভিবাসনের জন্য তিনি অপরাধী চক্রকে দায়ী করেন।
এদিকে এক টুইটবার্তায় ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট বলেন, এই চুক্তিতে মানব পাচারকারীদের বিরুদ্ধে লড়াই করা, সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করাসহ অনিয়মিত অভিবাসন বন্ধ করার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে।