বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা ও ক্লাবটির লোগো। ছবি : সংগৃহীত
আর্থিক নীতি লঙ্ঘনের দায়ে উয়েফার দেয়া জরিমানার বিরুদ্ধে আপিল করবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ২০২২ সালে লা লিগার অনুমোদন নিয়েই দলবদলের সব আনুষ্ঠানিকতা সেরেছে কাতালানরা। তাই শাস্তি এড়াতে আপিলের সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।
এ দিকে বার্সা আপিলের সিদ্ধান্ত নিলেও শাস্তি মেনে নিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। আর অল্পের জন্য বেঁচে গেছে পিএসজি, ইন্টার মিলান ও এসি মিলান। তবে আগামীতে এই ক্লাবগুলোর ওপরে কঠোর নজরদারির হুঁশিয়ারি দিয়েছে উয়েফা।
স্প্যানিশ ও ইংল্যান্ডের ক্লাবগুলোর বিরুদ্ধে বেরিয়ে আসছে দলবদলে নিয়ম না মানার নানা অভিযোগ, এমন খবরে কিছুদিন ধরে সরগরম ফুটবল অঙ্গন। নিয়ম না মানার তালিকায় আগেই নাম লিখিয়েছিল লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ও ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড।
পরে নীতি লঙ্ঘনের দায়ে বার্সা ও ম্যানচেস্টার ইউনাইটেডকে জরিমানা করে ইউরোপের ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। ২০২২ সালে আর্থিক সংগতি নীতি না মানায় কাতালানদের ৫ লাখ ইউরো ও ম্যানইউকে তিন লাখ ইউরো জরিমানা করে সংস্থাটি। এ ঘোষণার পরে রেড ডেভিলরা শাস্তি মেনে নিলেও আপিল করার সিদ্ধান্ত নিয়েছে বার্সা।
বার্সার দাবি, ২০২২ সালে লা লিগার অনুমোদন নিয়েই দলবদলসহ সব ধরণের কার্যক্রম সম্পন্ন করেছে তারা। তাই উয়েফার এমন সিদ্ধান্তে হতাশ সভাপতি হোয়ান লাপোর্তা। তাই শাস্তি এড়াতে আপিলের সিদ্ধান্ত নিয়েছে তার ক্লাব।
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ হলেও লা লিগার শিরোপা জিতেছে কাতালানরা। লিওনেল মেসিকে দলে ভেড়াতে আপ্রাণ চেষ্টা করেও শেষ মুহূর্তে সফল হয়নি তারা। হতাশ বার্সা সে ধাক্কা কাটিয়ে এ মৌসুমে নতুন শুরুর আশায় ছিল। কিন্তু উয়েফার শাস্তি তাদেরকে হঠাৎ ধাক্কা দিয়েছে।
ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা ছাড়াও আর্থিক সংগতি নীতি ভাঙ্গার দায়ে শাস্তি পেয়েছে সাইপ্রাসের ক্লাব অ্যপোয়েল, তুরস্কের ক্লাব কুনিয়াস্পোর, ইস্তাম্বুলের বাসাকশাহিরও। তবে অর্থের পরিমাণ কম হওয়ায় আপিলের বিষয়ে কিছুই জানায়নি ক্লাবগুলো।