দিনাজপুরের ঘোড়াঘাটে এক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২২ বছর বয়সী ওই গৃহবধূর বাবা বাদী হয়ে কবিরুল ইসলাম কবির (৪৫) নামে একজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
রোববার (১৬ জুলাই) সন্ধ্যায় ভুক্তভোগী ওই নারীর বাবা বাদী হয়ে মামলাটি করেন। এরআগে শুক্রবার (১৪ জুলাই) উপজেলার ২ নম্বর পালশা ইউনিয়নের চৌড়িয়া গ্রামে এ ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে।
অভিযুক্ত কবিরুল ইসলাম কবির চৌড়িয়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। তিনি পেশায় কৃষক।
মামলার বাদী জানান, গত ৩ বছর আগে তিনি তার প্রতিবন্ধী মেয়েকে বাড়ির পাশের আরেক প্রতিবন্ধী ছেলের সঙ্গে বিয়ে দেন। গত শুক্রবার বিকেলে তার জামাই ও বিয়াইসহ অন্য সদস্যরা কাজের জন্য জমিতে যায়। এ সময় অভিযুক্ত কবিরুল ঘরে প্রবেশ করে তার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। এসময় তার মেয়ের চিৎকার আশপাশের লোকজন বাড়িতে এলে অভিযুক্ত কবিরুল পালিয়ে যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ‘ভুক্তভোগী ওই নারীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমনে আইনে একটি মামলা করেছেন। ঘটনার পরপরেই অভিযুক্ত ব্যক্তি আত্মগোপনে চলে গেছেন। তাকে গ্রেফতারে আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের থানা পুলিশের একটি টিম এটি নিয়ে কাজ করছে।’