ঢাকা ও ঢাকার বাইরে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্যে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
সোমবার (১৭ জুলাই) এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে একথা জানায় স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর জানায়, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য ডিএনসিসি, ঢাকা মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ, শিশু হাসপাতালসহ বেশ কিছু জায়গায় বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ঢাকা সিটির বাইরে জেঙ্গু রোগীদের জন্য ডেঙ্গু কর্ণার এবং আলাদা বেডের ব্যবস্থা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকায় মৃত্যু হয়েছে ৪ জনের। এ সময়ে ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪১ জন। ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ৬৮৩ জন ।
১৬ জুলাই পর্যন্ত ঢাকায় ডেঙ্গু আক্রান্ত মোট রোগী ১৩৮৫০ জন, ঢাকার বাইরে মোট ৭০২৮ জন আক্রান্ত হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর বলছে, ডেঙ্গু আক্রান্ত রোগীদের বেশি করে তরল খাবার খেতে, তাছাড়া প্যারাসিটেমল খেতে এবং প্রাথমিকভাবে বাসায় বসেই চিকিৎসা নিতে। তবে অবস্থা বেগতিক হলে অবশ্যই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসতে হবে বলে জানান তারা।