পুলিশের হাতে আটক মাদক কারবারি দিলশান। ছবি:সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৮০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার কাঁচপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। বিকেলে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রাম থেকে ইয়াবার চালান নিয়ে মাদক কারবারি চক্র নারায়ণগঞ্জে আসছে এমন সংবাদে দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে অবস্থান নেয় পুলিশ। এ সময় ইয়াবার চালানসহ আকতারুজ্জামান ওরফে দিলশান নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করে পুলিশ। যার বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।
এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদক আইনে মামলাসহ মাদক কারবারি চক্রের অন্য সদস্যদের আটকে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।