পাকিস্তানের বিভিন্ন সময়ের তারকা ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত
পাকিস্তানের কোন ক্রিকেটার সবচেয়ে ধনী? বাবর আজম, শহীদ আফ্রিদি, শোয়েব আখতার নাকি জাভেদ মিয়াঁদাদ? না, এদের কেউ নন। তাহলে কে? চলুন সেই প্রশ্নের উত্তর খুঁজে দেখি।
পাকিস্তান ক্রিকেট দলে বছরের পর বছর ধরে অনেক তারকা ক্রিকেটারের উত্থান দেখা গেছে। জাভেদ মিয়াঁদাদ থেকে ইমরান খান, ওয়াসিম আকরাম থেকে ওয়াকার ইউনিস, শহীদ আফ্রিদি এবং ইনজামাম-উল-হক থেকে বর্তমানে বাবর আজম এবং শাহীন শাহ আফ্রিদি। এদের মধ্যে অনেকেই প্রচুর অর্থ উপার্জন করেছেন। তবে সবাইকে ছাড়িয়ে শীর্ষে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিশ্বকাপজয়ী তারকা ইমরান খান।
পাকিস্তান এখন পর্যন্ত মাত্র একটি ওয়ানডে বিশ্বকাপ জিতেছে। যদিও দলটি বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দলগুলোর একটি। তবুও ১৯৯২ সালে অস্ট্রেলিয়ায় ওয়ানডে বিশ্বকাপ জেতার স্মৃতিই একমাত্র হয়ে আছে। বিশ্বকাপজয়ী সেই দলে কাণ্ডারির ভূমিকা পালন করেছিলেন ইমরান খান।
ভারতীয় গণমাধ্যম জিনিউজ পাকিস্তানের একটি প্রতিবেদনের বরাত দিয়ে উল্ল্যেখ করেছে, ইমরান খান পাকিস্তানের সবচেয়ে ধনী ক্রিকেটার। তার মোট উপার্জন ৭৬১ কোটি টাকার ওপরে (৭০ মিলিয়ন মার্কিন ডলার)। ওই খবরে আরও বলা হয়, ২০২১ সালের জুন পর্যন্ত বর্তমান সময়ের তারকা ক্রিকেটার বাবর আজম শীর্ষ ১০ ধনী ক্রিকেটারের তালিকায় জায়গা পাননি।
ইমরান খানের পরে ধনী ক্রিকেটারের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন শহীদ আফ্রিদি। তার অর্জন ৫১১ কোটি টাকার বেশি (৪৭ মিলিয়ন মার্কিন ডলার)। এরপরে রয়েছেন শোয়েব মালিক (২৭১ কোটি টাকা), মোহাম্মদ হাফিজ (২৫০ কোটি টাকা), আজহার আলি (১৬৩ কোটি টাকা), সাঈদ আনোয়ার (১৩০ কোটির টাকা), মিসবাহ-উল-হক (১০৬ কোটি টাকা), ফাওয়াদ আলম (৬৫ কোটি টাকা), উমর আকমাল (৫০ কোটি টাকা) এবং উমর গুল (২১ কোটি টাকা)।