জয়পুরহাটের বড়াইল ইউনিয়নে হিন্দা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে পুরুষ ভোটাররা। ছবি: একুশে বিডি।
উৎসবমুখর পরিবেশে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের ৯টি কেন্দ্রে সদস্য পদে ভোটগ্রহণ চলছে।
সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়; একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ভোট শুরুর পর থেকেই কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আনিছার রহমান জানান, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু রাশেদ আলমগীর আগেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আজ শুধু সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে নির্বাচন হচ্ছে।
নির্বাচনে সাধারণ সদস্য প্রার্থী পদে ২৪ ও সংরক্ষিত সদস্য পদে সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। মোট ১৩ হাজার ৪১৫ ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৬৫৬ জন ও নারী ভোটার ৬ হাজার ৭৫৯ জন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।