মরদেহের প্রতীকী ছবি
রাজধানীর খিলক্ষেতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাতুল কাজী (১৭) নামে এক কিশোর প্রাণ হারিয়েছে। আহত হয়েছে তার বন্ধু জয় (১৬) নামে আরেক কিশোর।
রোববার (১৬ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে খিলক্ষেত ৩০০ ফিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদেরকে আসিয়ান হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে সোমবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাতুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
হাসপাতালে রাতুলের চাচাতো ভাই নাদিম কাজী জানান, তারা থাকেন খিলক্ষেতের বড়ুয়া এলাকায়। এটা তাদের স্থায়ী বাড়ি। রাতুল ও জয় বসুন্ধরা কোম্পানিতে চাকরি করে। রোববার রাত ১০টার দিকে জয়ের মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু ঘুরতে বের হয়। খিলক্ষেত ৩০০ ফিট এলাকার মাস্তুল চেকপোস্টের পাশে রাস্তার বালুর মধ্যে স্লিপ করে মোটরসাইকেল নিয়ে ছিটকে পড়ে তারা। ঘটনাস্থল থেকে পথচারীরা তাদের ফোন থেকে খবর দিলে সেখান থেকে আহতদের উদ্ধার করে প্রথমে আসিয়ান হাসপাতাল নিয়ে যান স্বজনরা। সেখান থেকে বাংলাদেশ মেডিকেল, সবশেষে সকালে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাতুলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় সামান্য আহত হয়েছে জয়।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতুলের মরদেহটি মর্গে রাখা হয়েছে।