গ্রেফতার বাবা মধু মৃধা ও ছেলে মো. বেল্লাল। ছবি:একুশে বিডি।
বরগুনার আমতলী উপজেলায় এক কেজি গাঁজাসহ বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার গুলিশাখালী ইউনিয়নের বাইনবুনিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- বাইনবুনিয়া গ্রামের আব্দুল গণি মৃধার ছেলে মধু মৃধা (৪৮) ও তার ছেলে মো. বেল্লাল (২৩)। দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ জানায়, গুলিশাখালী ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী মধু ও তার ছেলে বেল্লালকে ধরতে ক্রেতা সেজে তাদের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। এসময় পুলিশকে ক্রেতা মনে করে গাঁজা বিক্রি করতে আসেন মধু ও বেল্লাল। এসময় এক কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, গ্রেফতার বাবা ও ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার দুজনকে আদালতে হাজির করা হবে।