চাঁদপুরে ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মারামারি। ছবি: সংগৃহীত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় লাইনে দাঁড়ানো ভোটারদের কাছে ভোট চাওয়া নিয়ে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার ছেঙ্গারচর মডেল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা গেছে, লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের কাছে ভোট চাইতে গিয়ে কাউন্সিলর প্রার্থী সবুজ বেপারী এবং রতন ফরাজির সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েন। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, কোনো অবস্থায় ভোটের পরিবেশ নষ্ট করতে দেয়া হবে না।
এর আগে সকাল ৮টার দিকে এই প্রথম ইভিএমে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ১৬টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়; একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এদিকে ইভিএমএ ভোট দিতে সময় বেশি লাগছে বলে অভিযোগ করেন নারী ভোটার রোকেয়া বেগম। তিনি জানান, তিনি ২ ঘণ্টা আগে লাইনে এসে দাঁড়িয়েছেন। বাসায় ছোট বাচ্চাদের রেখে এসেছেন। আরও এক ঘণ্টা অপেক্ষা করে দেখবেন, যদি ভোট দিতে পারেন দেবেন; না হলে চলে যাবেন।
এই ভোটকেন্দ্রে বেশ কয়েকজন বয়স্ক নারী-পুরুষ ভোটারকে ভোট দিতে দেখা গেছে। তারা আত্মীয়-স্বজন ও স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট দিলেন।
ছেংগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. শাহজাহান জানান, সকাল ৮টা থেকেই কেন্দ্রে বিপুল পরিমাণ ভোটারের উপস্থিতি। এই কেন্দ্রে ভোটার সংখ্যা ২০৬৩ জন। পাশের উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ২০৩০ জন। আশাকরি নির্দিষ্ট সময়ের আগেই ভোটগ্রহণ সম্পন্ন হবে।
এই পৌরসভা নির্বাচনে মেয়র পদে চার, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ এবং সাধারণ কাউন্সিলর পদে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ভোটার সংখ্যা ৩৩ হাজার ৩৩৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার দুজন এবং নারী ভোটার ১৬ হাজার ৩৩৪ জন।