ফাইল ছবি।
ঢিমেতালে আগাচ্ছে ঢাকা-১৭ উপনির্বাচনের ভোট গ্রহণ। সোমবার (১৭ জুলাই) সকাল থেকে ভোট গ্রহণ শুরু হলেও গুলশান-বনানী এলাকার ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি নেই বললেই চলে।
এসব এলাকার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, কয়েক ঘণ্টা পার হয়ে গেলেও ভোট পড়েছে হাতেগোনা কয়েকটি।
গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন সাদমান হোসেন। তিনি বলেন, ভেবেছিলাম প্রচণ্ড ভিড় হবে। তবে ভোটকেন্দ্রে এসে দেখি ভোটারদের তেমন উপস্থিতি নেই।
গুলশানের প্রবীণ ভোটার আশরাফুল ইসলাম বলেন, এবারের উপনির্বাচনের সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে কেন্দ্র খুঁজে পাওয়া নিয়ে। আমি সকাল ৯টায় ভোট দিতে বের হয়েছি। এখনো নিজের কেন্দ্র খুঁজে পাইনি। নির্বাচন কমিশন অফিসের দরকার ছিল কেন্দ্রের লিস্ট দিয়ে দেয়া। ওদের মোবাইলে কেন্দ্র জানতে চেয়ে এসএমএস পাঠালেও ফিরতি কোনো বার্তা পাঠায়নি।
উপনির্বাচন নিয়ে মানুষের আগ্রহ কম উল্লেখ করে কয়েকজন পোলিং এজেন্ট বলেন, এটা মূলত কয়েক মাস মেয়াদের সংসদ সদস্য নির্বাচন বলে মানুষ আগ্রহ দেখাচ্ছে না। এছাড়া গুলশান-বনানী অভিজাত এলাকাগুলোতে লাইনে দাঁড়িয়ে ভোট দেয়ার প্রবণতাও কম বলে জানান তারা।
বিগত কয়েকটি সিটি কর্পোরেশন নির্বাচন ইভিএমে হলেও ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোট অনুষ্ঠিত হচ্ছে ব্যালটে। সিসিটিভির মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে।
দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে না। নির্বাচন উপলক্ষে সব রকম প্রস্তুতি শেষ করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা ও ঢাকা সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনের ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন। এরমধ্যে নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০। ১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হবে।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী আট জন। তাদের মধ্যে দলীয় প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন। আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মো. আশরাফুল আলম (হিরো আলম) এবং মো. তারিকুল ইসলাম।