ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: একুশে বিডি।
কিশোরগঞ্জের ভৈরবে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময়ে আহত হন আরও একজন।
সোমবার (১৭ জুলাই) বিকেল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে ভৈরবের জগন্নাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এস এম রুবেল (৩০) ফরিদপুর জেলার চরভদ্রপুর এলাকার শেখ খলিলুর রহমানের ছেলে। আহত মোটরসাইকেল আরোহী কামরুল ইসলাম (২৮) গুরুতর আহত অবস্থায় রাজধানী পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভৈরব হাইওয়ে থানার এসআই (উপপরিদর্শক) সফর উদ্দিন জানান, সিলেটে ভ্রমণ শেষে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফরিদপুরে যাচ্ছিলেন দুই বন্ধু এস এম রুবেল ও কামরুল ইসলাম । পথে সিলেটগামী মিতালি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেলের দুই বন্ধু। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভৈরব হাইওয়ে থানার পুলিশ।