জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকরত সৌদি প্রধানমন্ত্রী ও যুবরাজ। ছবি: রয়টার্স
সৌদি আরবের সঙ্গে সব খাতেই শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক গড়তে চায় জাপান। এমনটাই জানিয়েছেন, সৌদি আরব সফররত জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রোববার (১৬ জুলাই) তিনদিনের মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরব পৌঁছান জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সেখানে তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সাবেক জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের পর এই প্রথম কোনো জাপানি মন্ত্রী সৌদি সফরে গেলেন।
সৌদি সংবাদমাধ্যম আল-রিয়াদের কাছে পাঠানো এক বিবৃতিতে জাপানি প্রধানমন্ত্রী দুই দেশের কৌশলগত অংশীদারত্ব বৃদ্ধির ওপর জোর আরোপ করেন। তিনি জানান, দুই দেশের মধ্যে জ্বালানি খাত ছাড়াও অন্যান্য খাতের বাণিজ্য বিগত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে উন্নীত হয়েছে।
কিশিদা জানান, সৌদি আরব জাপানের মোট জ্বালানি তেলের চাহিদার ৪০ শতাংশই একা সরবরাহ করে। বিবৃতিতে তিনি দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ককে আরও এগিয়ে নেয়ার ওপর জোর দেন। এ ছাড়া কিশিদা আরব এবং ইসলামিক বিশ্বে সৌদি আরবের নেতৃস্থানীয় ভূমিকার কথাও উল্লেখ করেন। তিনি এতদ্বঅঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ও নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরবের ভূমিকারও প্রশংসা করেন।
জাপানের প্রধানমন্ত্রী, ২০১৬ সালে শুরু করা সৌদি-জাপান ভিশন-২০৩০ অর্জনের লক্ষ্যে সৌদি আরবকে আরও অত্যাধুনিক প্রযুক্তি এবং অন্যান্য সহায়তা দেয়ার আগ্রহের কথাও প্রকাশ করেন। এই যৌথ ভিশনে দুই দেশের ৬০ জন মন্ত্রী, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান মিলে অন্তত ১০০টি প্রকল্পে কাজ করছে।