ব্রহ্মপুত্রে নেীকায় ভেসে আসা মহিষ। ছবি সংগৃহীত
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পানিতে ৪টি ভারতীয় মহিষ ভেসে এসেছে। মহিষগুলোকে পানি থেকে জীবিত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।
মঙ্গলবার (১৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন চিলমারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেছুল ইসলাম।
এর আগে সোমবার (১৭ জুলাই) উপজেলার নয়ারহাটে ফেসকা দুইশ বিঘা এলাকায় ব্রহ্মপুত্র নদে ভেসে আসে এসব মহিষ।
নয়ারহাট ইউনিয়নের ফেসকা দুইশ বিঘা এলাকার বাসিন্দারা জানান, সোমবার সকালে ব্রহ্মপুত্র নদের পানিতে ৪টি মহিষ ভেসে যাচ্ছিল। এসময় ওই এলাকার রেজাউল করিম, আলতাফ হোসেন, আছর উদ্দিন ও আল আমিনসহ বেশকয়েকজন দীর্ঘ সময় চেষ্টা করে মহিষগুলোকে নদ থেকে উদ্ধার করেন।
প্রায় ২ঘণ্টা পরে চিলমারী পাশ্ববর্তী ভারতের উলিপুর উপজেলাধীন সাহেবের আলগা এলাকা থেকে ৭-৮ জন লোক এসে মহিষ ৪টির মালিকানা দাবি করেন। উদ্ধারকারীদের কাছে তাদের দাবি যৌক্তিক না হওয়ায় অর্থের বিনিময়ে মহিষের মূল্য রফাদফা চলছিল। রফাদফার এক পর্যায়ে ঢুষমারা থানা পুলিশ সেখানে গিয়ে মহিষ আটক করে।
চিলমারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হারেছুল ইসলাম জানান, গতকাল রাতে তেলিপাড়াচর এলাকা থেকে মহিষগুলোকে নৌকাযোগে চিলমারী থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় বেওয়ারিশ হিসাবে পাওয়া মহিষ ৪টিকে উদ্ধার করে সাধারণ ডায়েরিভুক্ত করে বিজ্ঞ আদালতে জানানো হয়েছে। আদালতের সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।