মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে রাজবাড়ীতে বিএনপির দুপক্ষের মধ্যে উত্তেজনা। ছবি একুশে বিডি
রাজবাড়ীতে বিএনপির পদযাত্রা কর্মসূচি পালনকে কেন্দ্র করে দলটির দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে এ সংঘর্ষ বাধে।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে এ সংঘর্ষ বাধে।
দলটির নেতাকর্মীরা জানান, সকাল থেকেই শহরের আজাদী ময়দান এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে অবস্থান নেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল আলম ও সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ছাড়াও এ গ্রুপের নেতাকর্মীরা।
সকাল সাড়ে ১১টার দিকে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম গ্রুপের নেতাকর্মীরা লাঠিসোঁঠাসহ মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে ঢুকতে যায়। এ সময় দুই গ্রুপের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। পরে এক পর্যায়ে দুপক্ষের মধ্যেকার উত্তেজনা সংঘর্ষে রূপ নিয়ে উভয় পক্ষের অন্তত ২৫ নেতাকর্মী আহত হন।
এ সময় দুপক্ষই দলীয় কার্যালয়ের চেয়ার-টেবিল, দরজা-জানালা ও কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে বিএনপির পদযাত্রা কর্মসূচি পণ্ড হয়ে যায়।
রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘আজকের এ গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ সংগ্রামের বিকল্প কিছু নেই। এটা আমাদের রাজনৈতিক এবং নৈতিক দায়িত্ব। সেই জায়গা থেকে আমরা ঐক্যবদ্ধভাবেই আন্দোলন করার চেষ্টা করেছি। কিন্তু আমাদের দলের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের কিছু দোসর আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। নিঃসন্দেহে তারা ঐক্যের বিরুদ্ধে। তারা সরকারের প্ররোচনায় ও পৃষ্ঠপোষকতায় ঐক্যবদ্ধ আন্দোলনকে বাধাগ্রস্ত করছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু বলেন, ‘বড় প্রোগ্রামে অনেক লোক হলে বিশৃঙ্খলা হতেই পারে। বড় প্রোগ্রামে লোকজন নিয়ন্ত্রণ করা কষ্টকর। যে কারণে আমাদের দলীয় কার্যালয়ের সামনে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। আর কোনো সমস্যা হবে না ‘
এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.ইফতেখারুজ্জামান বলেন, ‘আজকে (মঙ্গলবার) বিএনপির পদযাত্রা ছিল। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আমরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।’