মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য। ছবি সংগৃহীত
পটুয়াখালী থেকে মোটরসাইকেল চুরির পর বিক্রি করে দেয় চোরচক্র। এরপর চুরির টাকায় বাহাউদ্দীন রাব্বি নামে একজন স্ত্রীকে নিয়ে ঘুরতে যান কুয়াকাটায়। এরমধ্যেই ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই পুলিশের জালে আটকা পড়ে চোর চক্রের দুই সদস্য।
সোমবার (১৭ জুলাই) দুপুরে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে বাহাউদ্দীন রাব্বিকে আটক করা হয়। এদিকে চোর চক্রের আরেক সদস্য সোহেল হাওলাদারকে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়ার বাড়ি থেকে আটক করা হয়। এছাড়া চুরি হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, পটুয়াখালী শহরের তিতাস সিনেমা এলাকা থেকে সুজুকি জিক্সার ব্রান্ডের একটি মোটরসাইকেল কৌশলে চুরি করে চক্রটি। পরে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চোরের ছবি চিহ্নিত করে পুলিশ। এরপর থেকেই চোর খুঁজে বের করতে অভিযানে নামে পুলিশের কয়েকটি টিম।
সোমবার দুপুরে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট এলাকা থেকে রাকিবকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ করলে মোটরসাইকেল চুরির বিষয়টি স্বীকার করেন তিনি। রাকিবের দেয়া অনুযায়ী তার অপর সহযোগী সোহেল হাওলাদারকে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া থেকে গ্রেফতার করা হয়।
পটুয়াখালী জেলা পুলিশ সুপার সাইদুল ইসলাম জানান, মোটরসাইকেল চুরি হওয়ার পর থেকেই চোরচক্র খুঁজে বের করতে অভিযান শুরু করা হয়। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তাদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এর আগেও অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার অল্প সময়ের মধ্যেই আসামিদের গ্রেফতার করা হয়েছে। এ জেলা থেকে ছিনতাই বা চুরি করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। পুলিশ তৎপর রয়েছে। চুরি ছিনতাইসহ অপরাধ রোধে সব জায়গাতে নজরদারি বাড়ানো হয়েছে।