গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ফাইল ছবি
মালিবাগ ও কচুক্ষেতের গোয়েন্দা সংস্থা শুরু থেকেই গণ অধিকার পরিষদ ভাঙার কাজ করছে বলে অভিযোগ করেছেন দলটির সভাপতি নুরুল হক নুর।
মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীতে গোয়েন্দা সংস্থার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, গণ অধিকার পরিষদ নিয়ে খেলবেন না। তাহলে ফল ভালো হবে না।
নুরুল হক নুর বলেন, ‘আমরা নির্বাচন কমিশন অফিসে যাব। গণ অধিকার পরিষদের মতো সক্রিয় রাজনৈতিক দলকে নিবন্ধন না দিয়ে সরকারের প্রশ্রয়ে বেড়ে ওঠা রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দেয়ায় আমরা আগামী ২৫ জুলাই নির্বাচন কমিশন ঘেরাও করব।’ এ সময় দেশবাসীকে ২৫ জুলাই রাজধানীতে এসে নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।
এর আগে গণ অধিকার পরিষদ ও নাগরিক ঐক্যসহ ১০ দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পায়নি। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-কে নিবন্ধনের তালিকায় রেখেছে নির্বাচন ইসি। এতে ক্ষোভ প্রকাশ করেন দলগুলোর নেতারা। তারা বলেন, সরকারের আশীর্বাদপুষ্ট হওয়ায় নাম ও অফিসবিহীন দল নিবন্ধন পেয়েছে।
আর ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় যেতে না চাওয়ায় গণ অধিকার পরিষদকে নিবন্ধন দেয়া হয়নি বলেও ওইসময় অভিযোগ করেছিলেন দলটির সভাপতি নুরুল হক নুর।
তিনি দাবি করেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের সময় একটি সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সমঝোতার জন্য ডেকেছিলেন। আওয়ামী লীগের নেতাদের নিয়ে বৈঠক করাতে চেয়েছিলেন। তাদের বলা হয়েছিল, গণ অধিকার পরিষদ যদি তাদের সঙ্গে একমত হয় এবং নির্বাচনে অংশ নেয়, তাহলে নিবন্ধন দেয়া হবে। কয়েকটি আসনও দেয়া হবে। কিন্তু তারা বলেছিলেন, দলীয় সরকারের অধীন নির্বাচনে যাবেন না