ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় বক্তব্য রাখছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ছবি সংগৃহীত
আগামী জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করলে বিএনপির পরিণতি ভয়াবহ হবে বলে হুশিয়ার করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশের র্যালি শুরুর আগে তিনি একথা বলেন।
মায়া বলেন, ‘আমরা আজকে বুঝিয়ে দিতে চাই, বিএনপি যদি নির্বাচন বানচালের চেষ্টা করে, যদি কারও ওপর হামলা করে তবে আপনাদের (বিএনপির নেতাকর্মী) অবস্থা হবে ভয়াবহ।’
তিনি বলেন, বিএনপি সন্ত্রাসী দল, আজ ছাত্রলীগের ওপর তারা হামলা করেছে। রাজপথেই বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলা করা হবে। এসময় আওয়ামী লীগের শান্তি সমাবেশকে শেখ হাসিনার উন্নয়নের সমাবেশ বলে উল্লেখ করেন তিনি।
এদিকে বিকেলে কর্মসূচি শুরুর কথা থাকলেও দুপুর ১টা থেকেই সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। তারা জানান, সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি বিরোধীদের যেকোনো চক্রান্ত মোকাবিলায় মাঠে থাকবেন তারা।
একই সঙ্গে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা হলেও কর্মসূচিতে থাকছে ভোটের আবহও। নেতাকর্মীদের প্রত্যয়, নির্বাচনে দলের জয় নিশ্চিতে এখন থেকেই সক্রিয় থাকবেন তারা।
সমাবেশের পর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয় র্যালি। র্যালিটি সেখান থেকে শাহবাগ-এলিফ্যান্ট রোড-সিটি কলেজ হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে গিয়ে শেষ হবে।