মেরি ক্রিসমাস-এর পোস্টার। ছবি: সংগৃহীত
আসছে বহুলপ্রতীক্ষিত সিনেমা ‘মেরি ক্রিসমাস’। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে এর পোস্টার। পোস্টার দেখেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্যাটরিনা ও বিজয় ভক্তরা।
এদিকে পোস্টার প্রকাশের পর থেকেই এ সিনেমার পোস্টারের প্রশংসা করছেন সবাই। পোস্টারে বিজয় সেতুপাথি ও ক্যাটরিনা কাইফকে আলাদাভাবে দেখা যায়। দুজনের চেহারাই বিষণ্ন, তবে রহস্যের আভাস রয়েছে। এটি প্রকাশ করে এর নির্মাতা লিখেছেন, “আমরা বড়দিনের উল্লাসের জন্য অপেক্ষা কমানোর সিদ্ধান্ত নিয়েছি। ১৫ ডিসেম্বর ২০২৩-এ আপনার কাছাকাছি প্রেক্ষাগৃহে ‘মেরি ক্রিসমাস’ মুক্তি পাচ্ছে।”
নির্মাতাদের পোস্টার প্রকাশের পর অনেক তারকাই এটি নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন। অভিনেতা ফারহান আখতার মন্তব্য করেছেন, ‘এটির জন্য অপেক্ষা করছি।’ টাবু মন্তব্য করেছেন, ‘অপেক্ষা করতে পারছি না।’ শোভিতা ধুলিপালা যোগ করেছেন, ‘কী অবিশ্বাস্য পোস্টার! আশ্চর্যজনক।’ ভারতের জনপ্রিয় ইউটিউবার যশরাজ মুখতে জিজ্ঞেস করলেন, ‘এই পোস্টার ডিজাইন করেছেন কে?’
তারকা ছাড়াও সিনেমাপ্রেমীরাও করছেন ‘মেরি ক্রিসমাস’-এর প্রশংসা। তারা মন্তব্য করছেন: ‘পোস্টারটি ফ্যাব দেখাচ্ছে। এর জন্য অপেক্ষা করতে পারছি না।’ ‘অনেক দিন পর এত সুন্দর পোস্টার দেখলাম,’ আরেকজন যোগ করেছেন। তো আরেকজন লিখেছেন, ‘পোস্টারটি খাঁটি পুরোনো সোনার, ক্লাসিক…মক্কল বিজয় স্যার এবং ক্যাটরিনা ম্যামের জন্য শুভকামনা।’
শ্রীরাম রাঘবন পরিচালিত ‘মেরি ক্রিসমাস’ এই বছরের ১৫ ডিসেম্বর মুক্তি পাবে। এটি বক্স অফিসে সিদ্ধার্থ মালহোত্রা এবং দিশা পাটানি অভিনীত করণ জোহরের ‘যোদ্ধা’র সাথে একই দিনে মুক্তি পাবে।