পদযাত্রা কর্মসূচির সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি হারুনুর রশীদ। ছবি একুশে বিডি।
বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি হারুনুর রশীদ বলেছেন, আগামীতে যদি কোনোরকম পাতানো নির্বাচনের আয়োজন করা হয়, তাহলে সব সরকারি দফতর অবরুদ্ধ করা হবে। জনগণের অধিকার পদদলিত করেছে সরকার। পুলিশ ভোট চুরিতে সহায়তা করেছে আর প্রশাসন চুরির ফলাফল ঘোষণা করেছে।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে পদযাত্রার আগে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন। পরে জেলা শহরের পাঠানপাড়ার উপজেলা বিএনপির কার্যালয় থেকে পদযাত্রা শুরু হয়। জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন বিএনপি নেতাকর্মীরা।
হারুনুর রশীদ আরও বলেন, ‘শেখ হাসিনা প্রকাশ্যে সংসদে দাঁড়িয়ে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। যা সত্যি নয়। ২০১৪ সালে আমরা ভোটে অংশ নেইনি। সেসময় দেশে ১৫৪টি আসনে বিনাভোটে এমপি নির্বাচিত হয়েছে। শোনা যাচ্ছে, সম্প্রতি ডিসি-এসপি, প্রশাসনের লোকজন বদলাতে তৎপর হয়েছে। বোঝা যাচ্ছে, শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি তবিউল ইসলাম তারিফ ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু প্রমুখ।
এদিকে, এর আগে জেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয় থেকে আওয়ামী লীগের তিন এমপির উপস্থিতিতে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুজিব চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সংসদ সদস্য আব্দুল ওদুদ বলেন, বিএনপির পদযাত্রায় অংশ নেয়া ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নামের তালিকা প্রস্তুত করবেন। কারণ তারাই আগামী দিনে গাড়িতে অগ্নিসংযোগসহ নানারকম নাশকতায় লিপ্ত হবে। তারা এটা করলেও যাতে আমরা তাদেরকে ধরতে পারি।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমানের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রমুখ।