নির্বাচন কমিশন ভবনের ফাইল ছবি
ঢাকা সফরের ১১তম দিনে নির্বাচন কমিশনের আইন কমিটির সঙ্গে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল।
মঙ্গলবার (১৮ জুলাই) নির্বাচন কমিশন (ইসি) ভবনের সভাকক্ষে বিকেল সোয়া ৩টায় এ বৈঠক শুরু হয়।
বৈঠকে অংশ নিয়েছেন ইসির আইন কমিটির ৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল। এ নিয়ে দ্বিতীয় দফায় নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হলো ইইউ প্রতিনিধিদের।
এর আগে ১১ জুলাই বেলা ১১টায় ইসির সঙ্গে বৈঠক করেছে ইইউ পাঁচ সদস্যের প্রতিনিধি দল। এক ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ছাড়াও ছিলেন দুজন কমিশনার ও কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি।
এছাড়াও ইইউ প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের ১৬ দিনের এ সফরে তারা দেশের বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, দেশীয় পর্যবেক্ষক সংস্থাসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষক দল।
এসব আলোচনায় নির্বাচনের সময় সহিংসতা, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা, নির্বাচন কমিশনের সক্ষমতা, বিচার ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব খুঁজেছেন তারা।
মঙ্গলবার (১৮ জুলাই) সকালে ইইউ ডেলিগেশন প্রধান রিকার্ডো কেলেরিসহ দুজন ফিরে গেলেও দেশে অবস্থান করছেন বাকি ৪ সদস্য। তারা ২৩ তারিখ পর্যন্ত নির্বাচন পরিবেশ পরখ করবেন। এ নিয়ে প্রায় ৭৫টি আলোচনা করেছে ইইউ প্রতিনিধিরা।
উল্লেখ্য, গত ৮ জুলাই ১৬ দিনের সফরে ঢাকায় পৌঁছায় ইইউ অনুসন্ধানী দল।