ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের শান্তি সমাবেশের বক্তব্য রাখছেন বক্তারা। ছবি সংগৃহীত
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
শান্তি সমাবেশ শেষে ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর থেকে উন্নয়ন শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
এর আগে শান্তি সমাবেশে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তৃতা করেন।
সভায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু বলেন, ‘আজকে আমাদের শান্তি সমাবেশ সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে। তারা যদি শান্তিতে সমাবেশ করে আমাদের কোনো আপত্তি নেই। তবে যদি আন্দালনের নামে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে তারা পরিস্থিতি খারাপ করার চেষ্টা করে তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে।’
জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাশিল পার্টি। এখন তারা দেশে দেশে ঘুরে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রকে মোকাবিলা করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ যে নির্দেশনা দিবে আমরা তার বাস্তবায়ন করবো।’
আওয়ামী লীগের জনসভাকে ঘিরে সকাল থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করাহয় বিপুল সংখ্যাক পুলিশ।