টি-টোয়েন্টি অভিষেকে কেভিন সিনক্লায়ারের হাতে ক্যাপ তুলে দিচ্ছেন কিংবদন্তি ক্রিস গেইল। ছবি: ক্রিকইনফো
নিজেদের মাটিতে মাত্র ৩ দিনে টেস্ট হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংস ব্যবধানের লজ্জার হারের পর দ্বিতীয় টেস্টের আগে দলে পরিবর্তন এনেছে প্রোটিয়ারা। ওয়েস্ট উইন্ডিজের টেস্ট স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অফস্পিন-বোলিং অলরাউন্ডার কেভিন সিনক্লায়ার। পোর্ট অব স্পেন টেস্টে ঘুরে দাঁড়াতে ১৩ সদস্যের দলে এই একটাই পরিবর্তন এনেছে ক্যারিবীয়রা।
সিনক্লায়ারকে জায়গা করে দিতে গিয়ে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন ব্যাটিং অলরাউন্ডার রেইমন রেইফার। এই স্ট্যান্ডবাই হিসেবে তিনি এই টেস্টে স্কোয়াডের সঙ্গেই থাকছেন।
প্রথম শ্রেণির রেকর্ড বেশ ভালো। ১৮ ম্যাচে ২৩.৯৮ গড়ে ৫৮ উইকেট ও ২৯.০৭ গড়ে ৭৫৬ রান করেছেন তিনি। যেখানে আছে ৬টি অর্ধশতকও।
এই বছরের শুরুর দিকে বাংলাদেশের বিপক্ষে চারদিনের ম্যাচের সিরিজে নজরকাড়া পারফরম্যান্স দেখান সিনক্লায়ার। তিন ম্যাচের সিরিজে ২৫.৬৯ গড়ে ১৩ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হন তিনি। ব্যাট হাতেও ৪৯.৬৬ গড়ে ১৪৯ রান করেন, যেখানে ৬০ রানের একটি ইনিংসও ছিল।
ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত সাতটি ওয়ানডে ও ছয়টি টি-টোয়েন্টি খেলে দুই ফরম্যাটে যথাক্রমে ১১ ও ৪টি করে উইকেট নিয়েছেন তিনি। সবশেষ তিনি বিশ্বকাপ বাছাই পর্বে তিন ম্যাচ খেলে ২ উইকেট শিকার করেন। যে টুর্নামেন্টে বাজে পারফরম্যান্সের কারণে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের মূল আসরে জায়গা করে নিতে পারেনি ক্যারিবীয়রা।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: ক্রেইগ ব্রাথওয়েইট (অধিনায়ক), জারমেইন ব্লাকউড, আলিক অ্যাথানজে, ত্যাগনারায়ন চন্দরপল, রাহাকিম কর্নওয়াল, জশুয়া ডি সিলভা (উইকেটকিপার), শ্যানোন গ্যাব্রিয়েল, জ্যাসন হোল্ডার, আলজারি জোসেফ, ক্রিক ম্যাককেনজি, কেভিন সিনক্লায়ার, কেমার রোচ ও জোমেল ওয়ারিকান।
রিসার্ভ: টেভিন ইমলাচ, আকিম জর্ডান।