শাবিপ্রবিতে পরিচ্ছন্নতা অভিযান চলছে। ছবি সংগৃহীত
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে।
ক্যাম্পাসে ডেঙ্গু মশা ও জীবাণু প্রতিরোধে মঙ্গলবার (১৮ জুলাই) দিনব্যাপী এ অভিযান চলে। এ ছাড়া মশার উপদ্রব বাড়তে পারে এমন স্থানে ফগার মেশিনে ছিটানো হচ্ছে ওষুধ। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ফেলা প্লাস্টিকের প্যাকেট, পলিথিন, বেড়ে যাওয়া ঘাস ও লতাপাতা এবং মশার উপদ্রব বাড়তে পারে এমন স্থানে পরিচ্ছন্নতার কাজ করছেন পরিচ্ছন্ন কর্মীরা। একই কাজ চোখে পড়ে ক্যাম্পাসের পাঁচটি আবাসিক হলের আশপাশে। এতে হলের পাশে বেড়ে ওঠা লতাপাতা, সাপ প্রবেশ করতে পারে জানালার সঙ্গে লাগোয়া এমনগাছ ছাটার কাজও চলছে। এছাড়া আবাসিক হলে সাপের উপদ্রব রোধে বিভিন্ন ড্রেন ও যথাযথ স্থানে ছিটানো হচ্ছে সালফিউরিক এসিড।
বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মোহাম্মদ মনিরুজ্জামান খান সোহাগ জানান, হলের আশপাশে পরিষ্কার করা নিয়মিত একটি কাজ। এখন মশার উপদ্রব বাড়তে পারে তাই প্রতি সপ্তাতেই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের এ্যাস্টেট বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. রুমেল আহমদ বলেন, বৃষ্টির সময়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পানি জমে, এতে মশার উপদ্রব বাড়ার একটা আশঙ্কা থাকে। আমরা নিয়মিত এসব স্থান পরিষ্কার করছি। মশা নিধনের ওষুধ ও ছিটাচ্ছি। জীবাণু যতটা প্রতিরোধ করা যায় তার সর্বোচ্চ চেষ্টা করছি।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ বলেন, ক্যাম্পাসে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। জলাবদ্ধতা নিরসনেও আমরা কাজ করছি। মশার উপদ্রব প্রতিরোধে আবাসিক হল ও এ্যাস্টেট বিভাগকে বলা হয়েছে যেন সব সময় ক্যাম্পাস পরিষ্কার রাখা হয়।