বাংলাদেশ-ভারত দ্বিতীয় ওয়ানডে। ছবি : সংগৃহীত
সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছেন নিগার সুলতানা জ্যোতিরা। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে প্রতিপক্ষ ভারতকে অল্পতে বেঁধে রাখতে ব্যর্থ হয়েছে লাল-সবুজের দল। সিরিজ জিততে বাংলাদেশের সামনে এবার ২২৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য।
বুধবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারতের নারী দল। ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৮ রান করে ভারত।
ভারতের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করেছেন জেমিমা রদ্রিগেস। ৭৮ বলে ৮৬ রানের এই ইনিংসে জেমিমা ৯টি চারের মার হাঁকিয়েছেন। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। তবে ৩৬.২ ওভারে আহত হয়ে মাঠ ৪৮ রান করে মাঠ ছেড়েছিলেন হরমনপ্রীত। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন নাহিদা আক্তার ও সুলতানা খাতুন।
এ দিন দলীয় ১৭ রানে ভারতের প্রথম উইকেট সংগ্রহ করে বাংলাদেশ। ৪০ রানে দ্বিতীয় ও ৬৮ রানে তৃতীয় উইকেট হারানোর পরে অপ্রতিরোধ্য হয়ে ওঠে ভারত। উইকেটে এসে অধিনায়ক হরমনপ্রীত ও জেমিমা অনবদ্য এক জুটি গড়ে তোলেন। অধিনায়ক আহত হয়ে মাঠ ছাড়ার আগ পর্যন্ত এই জুটি থেকে আসে ৭৩ রান।
এরপরে হারলিন দেওলকে নিয়ে নতুন করে জুটি গড়েন জেমিমা। হারলিন-জেমিমার জুটিতে আসে ৫৯ বলে ৫৫ রান। তাতে ভালো সংগ্রহের দিকে যেতে থাকে ভারত। ২৫ রান করে হারলিন আউট হলে অধিনায়ক হরমনপ্রীত আবারও উইকেটে আসেন। সংগ্রহ করেন ওয়ানডে ক্যারিয়ারের ১৮তম হাফ সেঞ্চুরি। জেমিমাকে নিয়ে ১৫ বলে ২৫ রানের ঝোড়ো জুটি গড়েন ভারতীয় অধিনায়ক।
তবে শেষ দিকে একের পর এক উইকেট হারিয়েছে ভারত। শেষ ৭ বলে মাত্র ৪ রান সংগ্রহের বিপরীতে ৪ উইকেট হারিয়েছে দলটি। তাতে ৮ উইকেটের বিনিময়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ২২৮ রানে।