নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের মোটর শোভাযাত্রা। ছবি সংগৃহীত
দেশব্যাপী বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শান্তি মিছিল, মোটর শোভাযাত্রা, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ব্যবস্থাপনায় বুধবার (১৯ জুলাই) কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকায় দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচি পালন করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।
সকালে কাঞ্চন পৌরসভার মেয়র ও যুবলীগ সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান এবং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের মুখ্য সচিব শেখ মোয়াজ্জেম হোসেন সাইদসহ স্থানীয় নেতারা।
এ সময় বক্তারা বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলার তীব্র নিন্দা জানিয়ে তাদের প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান।
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভুঁইয়া বলেন, দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে আওয়ামী লীগকে দেশ পরিচালনায় আনতে হবে। সে লক্ষ্যে রূপগঞ্জ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার অঙ্গীকার করেন তিনি।
সমাবেশ শেষে শান্তি মিছিল ও মোটর শোভাযাত্রা বের করেন আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উপজেলার বিভিন্ন এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই শান্তি মিছিল ও মোটর শোভাযাত্রা থেকে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।