বরগুনা ও বামনা (বরগুনা) প্রতিনিধিঃ
ডিজিটাল যুগের অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন ঠিক তখন অবহেলিত বরগুনা জেলার বরগুনা-২ সংসদীয় আসনটির বামনা,পাথরঘাটা ও বেতাগী উপজেলাকে স্মার্ট বরগুনার স্বপ্ন দেখালেন যুবলীগ কেন্দ্রী কমিটির প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার। তিনি বরগুনার বামনা উপজেলার কৃতিসন্তান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এ আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশি।
আজ বুধবার(১৯ জুলাই) সকাল ১১ টায় বরগুনা প্রেসক্লাব সেমিনার কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি স্মার্ট বরগুনা-২ গড়ার অঙ্গীকার করেন।
মনোনয়ন প্রত্যাশী সুভাষ চন্দ্র হাওলাদারের লিখিত অঙ্গীকার পত্রে মৎস্য সম্পদ উন্নয়ন, বেকারত্ব দুরীকরণ, ডিজিটাল বরগুনা থেকে স্মার্ট বরগুনা, স্বাস্থ্য খাতে উন্নয়ন, ইকোট্যুরিজম, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা এবং সাম্য ও ন্যায় বিচারের বরগুনা গড়ার অঙ্গীকার করেন।
তার ডিজিটাল বরগুনা থেকে স্মার্ট বরগুনা গড়ার অঙ্গীকারের তিনি বরগুনা-২ আসনের জনগনের নাগরিক সকল সেবা সহজলভ্য করতে স্মার্ট বরগুনা এ্যাপ তৈরী করার অঙ্গীকার করেন। এই এ্যাপে আওতায় সকল নাগরিক তাদেও মৌলিক সমস্যার কথা জানাতে পারবেন এবং সমাধান প্রক্রিয়াটি ট্র্যাক করতে পারবেন। এই এ্যাপে সকল ব্যবসায়িরা তাদেও পন্য বিদেশের বাজারের আমদানী রফতানী করতে পারবেন।
এছারাও স্মার্ট বিজনেস ও ডিজিটাল মার্কেট প্লেস এর মাধ্যমে এখানের ব্যবসায়ি ও ক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করা হবে। টেলি মেডিসিন সেবার মাধ্যমে জনগন কল করলেই বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ পাবেন। স্মার্ট স্বাস্থ্য কার্ডেও মাধ্যমে কম খরচে ওসুধ ও চিকিৎসা পাবে বরগুনা-২ আসনের মানুষ।
সুভাষ চন্দ্র হাওলাদার আরো অঙ্গীকার করেন তিনি মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে বরগুনা-২ আসনে স্মার্ট উদ্যোক্তা প্রশিক্ষন কেন্দ্র ও ইন্টারন্যাশনাল স্কীল ওয়ার্কার প্রশিক্ষন কেন্দ্র গড়ে তুলবেন। এছাড়া এ অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নসহ নদী ভাঙ্গনরোধে ব্যবস্থাগ্রহন ও বিষখালী নদীতে সেতু নির্মানের উদ্যোগ গ্রহণ করবেন।
বরগুনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরগুনা প্রেসক্লাব সভাপতি এ্যাড. সঞ্জীব দাস, সাধারণ সম্পাদক সোহেল হাফিজ, সাংবাদিক হাচানুর রহমান ঝন্টু, মনির হোসেন কামালসহ বিভিন্ন গনমাধ্যমের সংবাদ কর্মীরা।
যুবলীগ প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার বলেন, আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে বরগুনা-২ আসনের মনোনয়ন চাই। আমাকে মনোনয়ন দেওয়া হলে আমি আমার সকল অঙ্গীকার পুরণ করবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ আমি তার স্বপ্ন আমার আসনে বাস্তবায়ন করে তার স্বপ্ন পুরণের একজন সারথী হতে চাই