মার্কিন সুপার মডেল জিজি হাদিদ। ছবি: সংগৃহীত
গাঁজাসহ কেম্যান দ্বীপপুঞ্জে গ্রেফতার হয়েছেন মার্কিন সুপার মডেল জিজি হাদিদ। জানা গেছে, গাঁজা আমদানি ও সেবনের অভিযোগে পুলিশ জিজি হাদিদ ও তার বান্ধবীকে গ্রেফতার করেছে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পিপল ডটকম জানিয়েছে, গত ১০ জুলাই ২৮ বছর বয়সী জিজি হাদিদ এবং তার বান্ধবী ব্যক্তিগত একটি বিমানে ওয়েন রবার্টস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাদের লাগেজ তল্লাশি করলে দুজনের ব্যাগেই গাঁজা ও তা সেবনের উপকরণ পান কাস্টম কর্মকর্তারা, পরে তাদের গ্রেফতার করা হয়।
এদিকে দুদিন পুলিশি হেফাজতে রাখার পর ১২ জুলাই জিজি হাদিদ ও তার বান্ধবীকে কোর্টে তোলা হয়। গাঁজার পরিমাণ খুবই অল্প ছিল। এটা স্পষ্ট যে, ব্যক্তিগত ব্যবহারের জন্য গাঁজা সঙ্গে রেখেছিলেন তারা। পরে আদালত তাদের ১ হাজার মার্কিন ডলার জরিমানা করেন এবং জামিনে মুক্তি দেন।
এবারই প্রথম নয়, এর আগেও মাদক-কাণ্ডে নাম জড়িয়েছে জিজি হাদিদের। ২০১৫ সালে ভিক্টোরিয়াস সিক্রেটের একটি অনুষ্ঠানে কোকেন সেবনের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছিলেন এই মার্কিন তারকা।
বছরজুড়েই আলোচনায় থাকেন জিজি হাদিদ। তবে কয়েক মাস ধরে ব্যক্তিগত জীবন নিয়ে জোর চর্চায় রয়েছেন। জায়ান মালিকের সঙ্গে তার প্রেম ভাঙার পর গুঞ্জন ওঠে: লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। প্রায়ই এ জুটিকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তারা।