পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: সংগৃহীত
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল রাজ্জাক শার হত্যা মামলায় পাকিস্তানের সুপ্রিম কোর্ট পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তলব করেছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৪ জুলাই সকালে সাড়ে ১০টার দিকে পিটিআই প্রধানকে সুপ্রিম কোর্টে হাজির হতে নির্দেশ দিয়েছে।
বৃহস্পতিবার ইমরান খানের এক আবেদন শুনানিতে বিচারপতি ইয়াহিয়া খান আফ্রিদির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে শুনানির শুরুতে পিটিআই চেয়ারম্যানের আইনজীবী লতিফ খোসা মামলার কার্যক্রম বন্ধ চেয়ে আদালতের কাছে আবেদন করেন। জবাবে বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি বলেন, অভিযুক্তকে আগে আদালতে আত্মসমর্পণ করতে হবে।
জুন মাসের শুরু দিকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা নথিভুক্ত করার জন্য বেলুচিস্তান হাইকোর্টে যাওয়ার সময় কোয়েটায় অজ্ঞাত হামলাকারীদের গুলিতে আইনজীবী আব্দুল রাজ্জাক নিহত হন।
সরকার এবং ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দল একে অপরকে হত্যার সঙ্গে জড়িত বলে অভিযোগ করে। তবে নিহত আইনজীবীর ছেলে ইমরান খানকে মামলায় আসামি করেন।