রাজশাহী পুলিশ লাইনে মেট্রোপলিটন পুলিশের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। ছবি একুশে বিডি।
পুলিশের দায়িত্বশীল ভূমিকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি কমে যাওয়ায় দেশে আইনশৃঙ্খলা পরিবেশ অনেকটা স্থিতিশীল বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।
বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা ১১টায় রাজশাহী পুলিশ লাইনে মেট্রোপলিটন পুলিশের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি ও পুলিশের প্রতিটি সদস্য জীবন বাজি রেখে কাজ করায় দেশে আইনশৃঙ্খলায় স্থিতিশীল পরিবেশ বজায় রয়েছে।
পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি পেয়েছে জানিয়ে আইজিপি বলেন, ‘আমাদের নিজস্ব স্যাটেলাইট আছে। অনেক তথ্য আছে যা আমরা সংশ্লিষ্ট সেন্টার থেকে সংগ্রহ করি। আমাদের প্রত্যেকটা ইউনিটে সাইবার মনিটরিং টিম আছে। তাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমরা ঢাকা থেকে সেই সহযোগিতা করছি। আরও বিকেন্দ্রীকরণ করার প্রয়োজন হলে তা করা হবে। প্রযুক্তিগত সক্ষমতার অন্যতম সিসিটিভি ক্যামেরা এখন প্রায় প্রতিটি জায়গাতেই আছে। এটি অপরাধ উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটিকে আরও সম্প্রসারণ করা প্রয়োজন। এজন্য আলাদা প্রকল্প গ্রহণ করা হবে।
পুলিশ প্রধান ৯৯৯ সেবার ভূয়সী প্রশংসা করেন।
সকালে নগরীর ভেড়িপাড়া মোড়ে বেলুন উড়িয়ে আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ প্রধান । সেখান থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র্যালি শুরু হয়ে শেষ হয় পুলিশ লাইনে। সেখানে আইজিপি কেক কাটেন, দুটি সফটওয়্যার আনুষ্ঠানিকভাবে চালু করেন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্তমান ও সাবেক ভিসি, রেঞ্জের ডিআইজি, পুলিশ কমিশনার সহ প্রশাসনের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন। এছাড়াও দিনব্যাপী নানা আয়োজন রয়েছে নগর পুলিশের বিশেষ দিনে।