প্রতীকী ছবি
দেশে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ডেঙ্গু আতংকের মাঝে এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর দিলো স্বাস্থ্য অধিদফতর। সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১৭ জুলাই একজনের মৃত্যুর কথা জানায় অধিদফতর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ১০৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪৩ হাজার ৭৭২ জনে। গত ২৪ ঘণ্টায় ২৫০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৪ দশমিক ৩৫ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৯ শতাংশ। আগের দিন ৪২ জনের করোনা শনাক্ত হয়েছিল।
নতুন একজনসহ এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৬৬ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১০ হাজার ৭১৯ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।
এদিকে চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৯ জুলাই পর্যন্ত মোট ১৪৬ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছে ২৫ হাজার ৭৯২ জন।