ইন্টার মায়ামির হয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন মেসি। ছবি: সংগৃহীত
ইউরোপীয় ফুটবলের চাকচিক্য এবং সৌদি লিগের অর্থের লোভ আটকাতে পারল না লিওনেল মেসিকে। পরিবারের কথা চিন্তা করে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা। আনুষ্ঠানিক ঘোষণার পর গত রোববার (১৬ জুলাই) বর্ণাঢ্য আয়োজনে তাকে বরণ করে নিয়েছে মিয়ামি।
চুক্তি এবং বরণের পর এবার মেসির মাঠে নামার অপেক্ষায় ভক্তরা। ইউরোপীয় ফুটবলে বিরতি চললেও লিগ চলছে যুক্তরাষ্ট্রে। এদিকে মেসির দলের অবস্থানও লিগ টেবিলের তলানিতে। তাই যত দ্রুত সম্ভব তাকে মাঠে নামানোর চেষ্টা থাকবে দলটির।
আগামী শনিবার (বাংলাদেশ সময়) ভোর ৬টায় ক্রুস আজুলের বিপক্ষে ম্যাচ আছে মিয়ামির। ওই ম্যাচে অভিষেক হয়ে যেতে পারে মেসির। তবে ক্লাব মালিক ও কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহাম ম্যাচটিতে মেসির খেলা নিয়ে নিশ্চয়তা দেননি। এবার এ বিষয়ে কথা বললেন দলটির কোচ টাটা মার্টিনো।
বুধবার (১৯ জুলাই) ইএসপিএন ফুটবল টুয়েলভের সঙ্গে এক সাক্ষাৎকারে মেসি-বুস্কেটসের অভিষেক ম্যাচ প্রসঙ্গে কথা বলেছেন মার্টিনো। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমি যা দেখেছি, তারা খেলার জন্য ফিট আছে এবং আশা করছি শুক্রবার (বাংলাদেশ সময় অনুসারে শনিবার) তারা (মাঠে) থাকতে পারবে। তারা শুরু থেকে নাকি বিরতির পর থেকে খেলবে সে সিদ্ধান্ত আমরা এখনও নেইনি। কিন্তু আমি যা দেখেছি, তাতে লিও (মেসি) ও বুসি (বুসকেতস) খেলতে পারবে।’
নতুন ক্লাবে ছন্দময় মেসিকে দেখার প্রত্যাশা এই আর্জেন্টাইন কোচের, ‘আমি মনে করি, আমি তার একটি ভীষণ প্রতিদ্বন্দ্বিতামূলক রূপ দেখতে যাচ্ছি। কারণ তার এখন এই জার্সি গায়ে জেতার প্রয়োজন আছে, কারণ সে এখনও এখানে (কিছু) জেতেনি।’
ইএসপিএন ফুটবল টুয়েলভকে ভালো কিছুর ইঙ্গিত দিলেও আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে মার্টিনেজ জানিয়েছেন, মেসির বিষয়ে কোনো তাড়াহুড়া করতে চান না তিনি। তার ভাষ্যমতে, ‘আমি আরও একটি অনুশীলন সেশন দেখতে চাই এবং তার (মেসি) সঙ্গে কথা বলবো, সে কী রকম অনুভব করছে। এরপরই তার খেলা নিয়ে সিদ্ধান্ত নেয়া যাবে। প্রথম সেশনে মূলত তাকে দলের সঙ্গে প্রথম যুক্ত করা হয়েছিল। যেখানে সে ভালোই করেছে, তাই শুক্রবারের ম্যাচেও তাকে দেখার প্রত্যাশা তৈরি হয়েছে। কিন্তু আমি কোনো তাড়াহুড়ো করতে চাই না, এমন কথা বলতে চাই না যা পরে বদলে যায়।’