ফাইল ছবি
সারা দেশে করোনা শনাক্তের হার কিছুটা কমেছে। তবে শনাক্ত কমলেও সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (২০ জুলাই) একজনের মৃত্যুর কথা জানায় অধিদফতর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪৩ হাজার ৯১৩ জনে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৭৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৪ দশমিক ৩১ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৯ শতাংশ।
নতুন একজনসহ এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৬৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১০ হাজার ৮১৫ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।
এদিকে চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১ জুলাই পর্যন্ত মোট ১৫৬ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছে ২২৮ হাজার ৪৪৩ জন।