সেঞ্চুরি করে উচ্ছ্বসিত কোহলি। ছবি: সংগৃহীত
ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০৮ সালে অভিষেক হয়েছিল বিরাট কোহলির। গত ১৫ বছরে তিনি একে একে ব্যাট হাতে রাজত্ব করে চলেছেন সব ফরম্যাটে। তিন সংস্করণ মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টটি ছিল তার ক্যারিয়ারের ৫০০তম ম্যাচ। আর সে ম্যাচটা স্মরণীয় করে রাখলেন সেঞ্চুরি হাঁকিয়ে।
ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে এটি তার ৭৬তম সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে এমন কীর্তিতে তার ওপরে আছেন কেবল শচীন টেন্ডুলকার। তার সেঞ্চুরির সংখ্যা অবশ্য ১০০টি। কোহলি তার স্বদেশী কিংবদন্তির রেকর্ড ভাঙার পথেই ছুটে চলছেন।
শুক্রবার (২১ জুলাই) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কোহলি আউট হয়েছেন ১২১ রানে। রান আউটের শিকার হওয়ার আগে ২০৬ বল মোকাবিলায় তার ব্যাট থেকে এসেছে ১১টি চারের মার। আগের দিন তিনি মাঠ ছেড়েছিলেন ৮৭ রানে অপরাজিত থেকে। সব মিলিয়ে ১১১ টেস্টে এটি কোহলির ২৯তম সেঞ্চুরি।
এর আগে নিজের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলা নিয়ে কোহলি বিসিসিআই টিভিকে বলেন, ‘আমি সত্যিই কৃতজ্ঞ। আমি নিজেকে খুব ধন্য মনে করছি। ভারতের হয়ে এই দীর্ঘ পথ পাড়ি দেয়ার জন্য আমাকে অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে। ভালো পারফরম্যান্স সবসময় আমাকে আনন্দ দেয়। ভারতের হয়ে আমি এগুলি করতে পেরেছি বলে খুব কৃতজ্ঞবোধ করছি।’
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১০৯ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩৭৪ রান সংগ্রহ করেছে ভারত। কোহলি সেঞ্চুরি করলেও আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন অধিনায়ক রোহিত শর্মা। তার ব্যাট থেমেছে ৮০ রানে। এছাড়া ফিফটির দেখা পেয়েছেন যশস্বী জয়সওয়াল ও রবীন্দ্র জাদেজা। ব্যাট করছেন ইশান কিশান ও রবিচন্দ্রন অশ্বিন। সিরিজের প্রথম ম্যাচে ইনিংসে ও ১৪১ রানে জয় তুলে নিয়েছিল ভারত।