নরসিংদীর পলাশে পুকুর থেকে মাকফিদুল রহমান (১৮) নামে নিখোঁজ এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ জুলাই) বিকেলে উপজেলার জিনারদী গ্রামের একটি পুকুর থেকে ওই কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়।
মাকফিদুল জিনারদী এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার (২১ জুলাই) সকালে একই গ্রামের জয়নাল মিয়ার স্ত্রী লাইলি বেগম তাদের গাছের কাঁঠাল পাড়তে মাকফিদুলকে ডেকে নিয়ে যান। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। রাতে বাড়িতে না ফেরায় মাকফিদুলের স্বজনরা তাকে খোঁজাখুঁজি করেন।
একপর্যায়ে শনিবার (২২ জুলাই) দুপুরে জয়নাল মিয়ার বাড়ির পাশের পুকুরে মাকফিদুলের ভাসমান মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ ।
পলাশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, ওই কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।