পটুয়াখালীর কলাপাড়ায় ২৫ জন দুরারোগ্য ব্যাধি আক্রান্ত, দুঃস্থ, অসহায় মানুষ পেল ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তার অনুদানের চেক। শনিবার সকাল ১১ টায় কলাপাড়া উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অসুস্থ এসব মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান মহিব।
কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মহিব বলেন, ‘মানবতার মা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার আমলে দেশের একজন মানুষও বিনা চিকিৎসায় মারা যায়নি। দেশের একটি পরিবারও এখন আর গৃহহীন নেই। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলে মিলে নৌকায় ভোট দিন।’
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শীলা রানী দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার, প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির, ওসি আলী আহমেদ প্রমূখ।
সূত্র জানায়, এবছর ২৫ জন দুঃস্থ মানুষের মাঝে ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এদের মধ্যে ১৭ জন ক্যান্সার আক্রান্ত, ২ জন লিভার সিরোসিস, ২ জন ষ্ট্রোক প্যারালাইস, ৪ জন জন্মগত হৃদরোগ আক্রান্ত।