ডেপ ভার্সেস হার্ড’ ডকুমেন্টারির পোস্টার। ছবি: সংগৃহীত
তারকাদের প্রেম কিংবা বিয়ে ভাঙার ঘটনা নতুন কিছু নয়। তবে সে কাহিনি যদি পর্দায় দেখতে পায় দর্শক, তবে কেমন হবে?
এমনটাই হতে যাচ্ছে। খুব শিগগিরই তারকাদের হৃদয় ভাঙার কাহিনিকে পর্দায় তুলতে যাচ্ছেন এমা কুপার। আর তার পছন্দের হলিউড তারকা হলো জনি ডেপ আর অ্যাম্বার হার্ড।
এ দুই হলিউড তারকা শুধু হলিউডেই নয়, সারা বিশ্বেই জনপ্রিয়। এখনও গুগল সার্চে সবচেয়ে বেশি খোঁজা হয় এ দুই তারকার নাম। আর তাই এমা কুপার তাদের জীবনের ঘটনাকে কেন্দ্র করে তৈরি করতে চলেছেন ডকুমেন্টারি।
ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের বরাতে জানা যায়, হলিউডের জনপ্রিয় এ তারকা জুটির ওপর ডকুমেন্টারি তৈরি করতে এরই মধ্যে মাঠে নেমে পড়েছেন এমা। এ তথ্যচিত্রের পরিচালক ও নির্বাহী প্রযোজক এমা নিজেই।
এ ডকুমেন্টারি সিরিজের নাম ঠিক করা হয়েছে ‘ডেপ ভার্সেস হার্ড’। এ তথ্যচিত্রে ডেপ-হার্ডের প্রেমের সম্পর্ক থেকে শুরু করে বিবাহিত জীবনের বিচ্ছেদের সুর পর্যন্ত তুলে ধরা হবে। তবে বেশি গুরুত্ব পাবে তাদের দীর্ঘস্থায়ী বিরোধগুলো। পাশাপাশি আদালতে তাদের ডিভোর্সের রায় এবং তা নিয়ে সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়াও এ তথ্যচিত্রে তুলে ধরা হবে বলে জানা গেছে।
স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সে ‘ডেপ ভার্সেস হার্ড’ ডকুমেন্টারি সিরিজটি দেখতে পারবে দর্শক। এ সিরিজটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে চলতি বছরের ১৬ আগস্ট।